ফরিদপুরে ৪ ব্যবসায়ীকে ভ্রামমাণ আদালতের ৩৩ হাজার টাকা জরিমানা

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ২৯ জুন ২০২১, ০৫:১৫

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে সারাদেশব্যপী লকডাউনের প্রথম দিন সোমবার (২৮ ই জুন) স্বাস্থ্যবিধি না মানায় ৪ ব্যবসায়ীকে ৩৩ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।

আদালত সূত্রে জানা যায়, বোয়ালমারী স্টেশন রোডে অবস্থিত নাসির বেকারীর শ্রমিকরা স্বাস্থ্য বিধি না মেনে কাজ করায় বেকারীটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর সদর বাজারের কণিকা ভাণ্ডারের মালিক সেন্টু সাহাকে সতর্ক করার পরও ব্যবসায়ীক প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৩০ হাজার টাকা, বর্ষন স্টোর মালিক রতন সাহাকে ১ হাজার ও ব্যবসায়ী মো. ইমরান মোল্যাকে ৫ শতটাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, দেশব্যাপী করোনা প্রতিরোধে বোয়ালমারীতে বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: