চকসাহাব্দী T10 প্রিমিয়ার লীগ CPL-2024 (সিজন-১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি | ৮ জুন ২০২৪, ১৯:৩৬

ছবিঃ সংগৃহীত
শেরপুরের বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী T-10 প্রিমিয়ার লীগ CPL-2024 (সিজন-১) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
৮ জুন (শনিবার) দুপুরে শেরপুর সদর উপজেলার বলাইরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজার (উন্নয়ন সংঘ) মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
 
এ সময় খেলায় প্যানেল চেয়ারম্যান সারোয়ার জাহান নাছির এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১ নং কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব।
 
এ সময় অনান্যদের মধ্যে উদ্বোধক হিসেবে ছিলেন,১১নং বলাইচর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম মনি, প্রধান মেহমান হিসেবে ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আশরাফুল আলম মিজান, বিশেষ মেহমান হিসেবে ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও ঠিকাদার নূরুল ইসলাম খোকন, সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী (মিলিটারী), প্রভাষক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রলীগ নেতা এস.এম সোহেল তাজ, সাবেক ছাত্রলীগ নেতা এস.এম সেতু সহ প্রমুখ।
 
এ সময় খেলায় বলাইরচর সুপার জায়ান্ট ও চরশ্রীপুর ক্রিকেট একাদশ দুইটি দল অংশগ্রহণ করে।
 
খেলায় বলাইরচর সুপার জায়ান্টকে ১০৯ রানে টার্গেট দেয় চরশ্রীপুর ক্রিকেট একাদশ। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বলাইরচর সুপার জায়ান্ট ৮ ইউকেট হারিয়েও বিজয়ই হয়।
 
ওই সময় পুরস্কার হিসেবে উপস্থিত অতিথিরা বিজয়ী দলকে একটি বাই সবাইকেল ও রানার আপ দলকে একটি এলইডি টিভি তুলে দেন।
 
এ সময় প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব তার বক্তব্যে দুই দলকে মাদক, জোয়া,ও সন্ত্রাসমুক্ত সমাজ ও জাতি গড়তে খেলার গুরুত্ব নিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন এবং আসন্ন সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রাথমিক প্রার্থীতা ঘোষণা দেন।


আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর