পাবিপ্রবিতে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

সাজ্জাদুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি | ১৭ মার্চ ২০২৪, ১৫:০৯

সংগৃহীত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত হয়েছে। 
 
রবিবার (১৭ মার্চ) সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল্লাহর  নেতৃত্বে একটি  র‍্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান  প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু ম্যুরাল "জনক জ্যোতির্ময়ে" এসে শেষ হয়। র‍্যালি শেষে তারা জনক জ্যোতির্ময়ে পুষ্পস্তবক অর্পণ করেণ।
 
 
পুষ্পস্তবক অর্পণ শেষ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। 
 
 
 
এসময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: