রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে : মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ৫ মার্চ ২০২৪, ২০:৪৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে : মসিক প্রধান নির্বাহী কর্মকর্তা 
আসন্ন পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রমজান ও  ঈদ-উল-ফিতরে ঘরমুখী মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় রাখার লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর উদ্যোগে মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এ সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভায় দ্রব্যমূল্য ও যানজট নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মতামত প্রকাশ করেন। 
 
সভায় চাল, ডাল, ছোলা, চিনি, পেঁয়াজ, খেজুর, মাংস সহ বিভিন্ন পণ্যের মূল্য পরিস্থিতি, সরবরাহ ও মজুদ বিষয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া, যানজট নিয়ন্ত্রণে দিনের বেলা শহরে পণ্যাবাহী ট্রাক ঢোকা বন্ধ করা, নির্ধারিত তারিখে নির্ধারিত রঙের অটোবাইক চলাচল নিশ্চিত করা সহ ইতোপূর্বে যানজট নিরসনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে আরও কঠোর হওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 
সভার সভাপতি মসিক প্রধান নির্বাহী বলেন, রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। নির্ধারিত মূল্য তালিকার অতিরিক্ত মূল্য রাখা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 
এছাড়াও তিনি ইফতারিতে রং না মিশানো, ফুটপাতে ইফতারি বিক্রি না করার জন্য অনুরোধ জানান এবং ইফতার, সেহেরী এবং তারাবির নামাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরসমূহকে অনুরোধ করেন। 
 
এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা পণ্য সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত ও যানজটকে সহনীয় করতে সকলের সহযোগিতা কামনা করেন। 
 
সভায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ ও এস এম মাজহারুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিএসটিআই এর সহকারী পরিচালক মোঃ রফিকুল হাসান, পিডিবির সহকারী প্রকৌশলী বিশ্বজিৎ সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ সদর সার্কেলের পুলিশ পরিদর্শক মোঃ আবুল খায়ের সহ ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতি,ময়মনসিংহ জেলা অটোবাইক চালক শ্রমিক ইউনিয়ন, ময়মনসিংহ মহানগর অটো বাইক শ্রমিক লীগ,  ময়মনসিংহ মিষ্টি ও বেকারী মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 

আপনার মূল্যবান মতামত দিন: