বিসিক জেলা কার্যালয় ময়মনসিংহ ও জেলা প্রশাসন এর সহযোগিতায় মঙ্গলবার (২৭ শে ফেব্রুয়ারি) দুপুরে টাউন হল চত্ত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী।
আরও উপস্থিত ছিলেন বিসিক আঞ্চলিক কার্যালয় ঢাকার আঞ্চলিক পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি শঙ্কর সাহা, নাসিব ময়মনসিংহ এর সভাপতি জহিরুল ইসলাম আকন্দ লিটন, বিসিক জেলা কার্যালয় ময়মনসিংহের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) উম্মে সালমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মহিনুল ইসলাম প্রমুখ।
পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
আপনার মূল্যবান মতামত দিন: