গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:৪৫

গাইবান্ধায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে  এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট পরিসংখ্যান উন্নয়নের সোপান’। 
 
গাইবান্ধা কালেক্টরেট সম্মেলন কড়্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক মো. এনামুল হক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, বিআরটিএ’র সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন, পরিসংখ্যান তদনত্মকারি শাহ আলম মিয়া প্রমুখ। 
 
বক্তারা বলেন, ১৯৭৪ সালের ২৬শে আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪টি সংস'াকে একীভুত করে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। পরিসংখ্যান ব্যুরো প্রধানত তিন ধরণের শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা সফলতা অর্জন করেছে।
 
তারা বলেন, কৃষিতে বাংলাদেশ এগিয়ে গেছে, প্রবাসী আয় বেড়েছে ও দারিদ্র্যের হার কমিয়ে মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। এছাড়া শিশু ও মাতৃত্বের মৃত্যুহারও কমে গেছে।

আপনার মূল্যবান মতামত দিন: