শিশুকে অপহরনের পর হত্যা মামলা

ফরিদপুরে ১ জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন কারাদন্ড

স্টাফ রিপোর্টার,  ফরিদপুর  | ১৯ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৫৭

ফরিদপুরে শিশুকে অপহরনের পর হত্যা মামলা : ১ জনের ফাঁসি, অপরজনের যাবজ্জীবন কারাদন্ড
ফরিদপুরে আট বছরের শিশুকে অপহরণের পর হত্যা মামলায় এক জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
 
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: হাফিজুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন। 
 
জানা যায়, ফাঁসির দন্ডপ্রাপ্ত হলেন মো: জিন্দার খলিফা। তিনি জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের টুকু খলিফার ছেলে। অপরজন যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত হলেন মাহাবুল শেখ। তিনি একই এলাকার কাজু শেখের ছেলে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
 
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি স্বপন পাল জানান, গত ২০১৯ সালের ১ জুলাই জেলার নগরকান্দা উপজেলার মেহেরদিয়া গ্রামের পাচু খলিফার ছেলে আবু বক্কার (৮) বিকালে পুড়াপাড়া বাজারে যায়। বাজার থেকে মাহাবুল শেখ ওই শিশুকে তার ইজিবাইকে তুলে নিয়ে যায়।
পরে মোবাইল ফোনে জিন্দার খলিফা ও মাহাবুল ওই শিশুর পিতার কাছে তিন লাখ টাকা মুক্তিপন দাবী করে। মুক্তিপন না দেওয়ায় শিশু আবু বক্কারকে হত্যা করে একটি খালের কচুরিপানার মধ্যে ঢেকে রাখে। এঘটনায় নিহতের পিতা পাচু খলিফা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষী ও শুনানির পর আদালতের বিচারক এ রায় ঘোষনা করেন। 

আপনার মূল্যবান মতামত দিন: