ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রাসারণ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ ফেরুয়ারী) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ শাহজাহান কবির,উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফা পারভীন রিপা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ আজিজুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা সেমিনার ও প্রদর্শনীতে ১৪টি স্টল অংশগ্রহণ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন,সহজ ভাবে কিছু করতে পারলেই সেটা বলে টেকনোলজি।এখানে যা দেখানো হচ্ছে সব টেকনোলজি।বড় হতে হতে একদিন আরো বেশি বড় হবে।স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ আলোচনা স্থান পেয়েছে।এই প্রযুক্তি টা আমরা ব্যবহার না করলে-ও বিষয় টা জানা দরকার।
আপনার মূল্যবান মতামত দিন: