গভীর রাতে শীতবস্ত্র নিয়ে মানুষের দুয়ারে মোংলার ইউএনও

আলী আজীম, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি | ১৬ জানুয়ারী ২০২৪, ১২:৪০

গভীর রাতে শীতবস্ত্র নিয়ে মানুষের দুয়ারে মোংলার ইউএনও
দেশের অন্যান্য স্থানের মতো মোংলায়ও জেঁকে বসেছে প্রচণ্ড শীত। যার ফলে এলাকার অসহায়-দুস্থ মানুষ শীতে কষ্ট পাচ্ছেন।
 
আর এ কারণেই রাতে শীতার্তদের পাশে প্রধানমন্ত্রীর উষ্ণতার পরশ শীতবস্ত্র (কম্বল) নিয়ে দুয়ারে দুয়ারে গেছেন মোংলার ইউএনও নারায়ণ চন্দ্র পাল।
 
সোমবার (১৫ জানুয়ারি) রাত ১০টা থেকর মধ্য রাত পর্যন্ত মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
 
চিলা ইউনিয়নের বিভিন্ন এলাকা এবং পথের ধারে ঘুমিয়ে থাকা সহায় সম্বলহীন মানুষের গায়ে জড়িয়ে দেন এই উষ্ণ পরশ।
 
শীতবস্ত্র বিতরণের সময় ইউএনও জানান, সাধারণত এ এলাকায় বেশিরভাগ মানুষই দিনমজুরী করে জীবিকা নির্বাহ করেন। তাই তাদের দিন শুরু হয় কাকডাকা ভোরে। ভোরে প্রচণ্ড ঠাণ্ডা থাকে, তাই মানুষের অনেক কষ্ট হয়।
 
তিনি আরও বলেন, ছিন্নমূল বা গরীব মানুষগুলোকে প্রধানমন্ত্রীর দেওয়া উষ্ণতার পরশ কম্বল দিতে পেরে আমরা আনন্দিত। তাদের গায়ে কম্বল জড়িয়ে দিতেই যখন তাদের নির্মল হাসি দেখতে পাই, তখন মনটা ভালো লাগার অনুভূতিতে ভরে যায় । 
 
শীতবস্ত্র বিতরণে ইউএনওর সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান।
 
উপজেলা নির্বার্হী অফিসারের এ ধরণের কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় ও সুধীজনেরা।

আপনার মূল্যবান মতামত দিন: