দুই ট্রলারে সংঘর্ষ , নিখোঁজের ১১ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ১০ জানুয়ারী ২০২৪, ১৭:৫২

দুই ট্রলারে সংঘর্ষ , নিখোঁজের ১১ ঘণ্টার পর একজনের লাশ উদ্ধার

প্রতিবেশির লাশ আনতে ব্যবসায়ী আবদুস ছালামসহ এলাকার সাতজন ট্রলারে গিয়েছিলেন । রাতের অন্ধাকারে বিপরীত দিক থেকে আসাতে থাকা অপর একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । 

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ চরবিশ্বাস এলাকায় ট্রলার দুটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে নিখোঁজ হন ব্যবসায়ী আবদুস ছালাম । নিখোঁজের ১১ ঘণ্টা পর আজ বুধবার সকাল ৬টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদী থেকে আবদুস ছালামের লাশ উদ্ধার করা হয়েছে।

আবদুস ছালামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের দক্ষিণ চর বিশ্বাস গ্রামে। তিনি এলাকায় ডেকোরেটরের ব্যবসা করতেন।


স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সায়েম গাজী বলেন, নিখোঁজ ছালামের সন্ধানে গতকাল সারা রাত তেঁতুলিয়া নদীতে খোঁজার পর আজ সকাল ছয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

ট্রলারের যাত্রী শাহীন হাওলাদার বলেন, এলাকার ব্যবসায়ী আনসার ব্যাপারী (৭০) ঢাকায় মারা গেছেন। তাঁর লাশ গলাচিপার পানপট্টি এলাকা থেকে আনতে আবদুস ছালামসহ তাঁরা সাতজন ট্রলারে রওনা হন। গতকাল সন্ধ্যা সাতটার দিকে ট্রলারটি তেঁতুলিয়া নদী অতিক্রম করার সময় টিসিবির পণ্যবোঝাই একটি ট্রলারের সঙ্গে তাঁদের ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তাঁদের ট্রলারটি ডুবে যায়। তাঁরা ছয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও আবদুস ছালাম নিখোঁজ হন। পরে আজ সকালে তাঁর লাশ পাওয়া গেছে।

টিসিবির পণ্যের ডিলারের প্রতিনিধি মাসুম মৃধা বলেন, তাঁদের ট্রলারে চরবিশ্বাস ইউনিয়নের টিসিবির পণ্য ছিল। তাঁরা চরবিশ্বাসে যাচ্ছিলেন। রাতে কুয়াশার কারণে দুটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান বলেন, নিখোঁজ  আবদুস ছালামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

আপনার মূল্যবান মতামত দিন:


  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
  1. নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
    নিরাপদ ও পরিচ্ছন্ন উপজেলা উপহার দিতে আবারো নির্বাচনে আবু আসিফ
  1. শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
    শেরপুরে শিক্ষা বৃত্তি প্রদান ও দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত
  1. নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা
    নিরাপদ ও স্বচ্ছ নির্বাচনের বৈশ্বিক পরিকল্পনা