গাইবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে সাঘাটা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ৮ জানুয়ারী ২০২৪, ১৯:৪১

গাইবান্ধায় নির্বাচনকে কেন্দ্র করে সাঘাটা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার সাঘাটা উপজেলা চেয়ারম্যানকে পথরোধ করে হামলার ঘটনা ঘটেছে।
 
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে সাঘাটা উপজেলার ভরতখালি এলাকায় উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর ও তাঁর মা প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া র বোন বেলী বেগম কে  পথরোধ করে সিনেমা স্টাইলে সন্ত্রাসী কায়দায় মারপিট করেছে প্রতিপক্ষ সমর্থকরা।
 
 জাহাঙ্গীর কবির গুরুতর অবস্থায় গাইবান্ধা আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি  হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন।
 
এ বিষয়ে সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের মা ও প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার বোন বেলী বেগম বলেন, সিএনজি যোগে হাট ভরতখালি এলাকায় পৌছালে আমাদের পথরোধ করে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের শরীরে বেদম মারপিট করে। ছেলেকে বাঁচাতে আমি অনেকবার অনুরোধ করেছি। আমাকেও মেরেছে তারা।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহাঙ্গীর কবির তাঁর মামাতো বোন ফারাজানা রাব্বি বুবলী র কাজ করায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
 
উল্লেখ্য, এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও কোন মামলার খবর পাওয়া যায়নি।

আপনার মূল্যবান মতামত দিন: