ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে নৌকার আখেরী মিছিলে জনতার ডল নেমেছে।বৃহস্পতিবার(৪ জানুয়ারি) বিকেলে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ।
বিশাল নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা এডঃ মোঃ মোসলেম উদ্দিন এমপি।
জানা যায়, উপজেলা ১৩ টি ইউনিয়ন ১ টি পৌরসভা নিয়ে গঠিত।জনসভার মাঠ নৌকা প্রেমিক ও সাধারণ জনগণ দূরদূরান্ত থেকে এসে কানায় কানায় ভরে গেছে। মনে হয় ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনটিতে নৌকার জোয়ার বয়েগেছে।উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নৌকার জনসভা আসছে সাধারন জনগন।নৌকার আখেরী মিছিলে জনতার ডলে বুঝা যায় শেখ হাসিনা সরকার উন্নয়ন ও উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যাশায় ঐক্যবদ্ধ।আরোও জানাযায়,তৃতীয় লিঙ্গ (হিজরা জনগোষ্ঠী) রুপা নেতৃত্বে শতাধিক হিজরা জনগোষ্ঠীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিঃ সহ সভাপতি এডঃ আঃ রাজ্জাক,জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও মেয়র গোলাম কিবরিয়া,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ মফিজ উদ্দিন মন্ডল,সহ সভাপতি ময়েজ উদ্দিন তরফদার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা এডঃ শামসুল হুদা,এডঃ ফজলুল হক দুলাল, সহ সভাপতি এডঃ আবুল কাশেম মুসা,শামসুল হক,অধ্যাপক আবুল হোসেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ কেবিএম আমিনুল ইসলাম খাইরুল,সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবলু,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডঃ মোয়াজ্জেম হোসেন হেলাল,জেলা পরিষদ সদস্য প্রভাষক ফারজানা শারমিন বিউটি,সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক গোলাম ফারুক আকন্দ,ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শিমুল তরফদার,রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী, ফরিদা ইয়াসমিন নীশি,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি,যুবলীগের যুগ্ম আহবায়ক মুন্জুরুল হক রাসেল,যুবলীগের ছাইফুল আলম কাজল,উপজেলা তাঁতী লীগের আহবায়ক চান মিয়া,সুজন রতন দেসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ হাজার হাজার ভোটার বৃন্দ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ইমদাদুল হক সেলিম বলেন,যোগ্য দেখে পক্ষ নিন নৌকা প্রতীকে ভোট দিন।আমাদের প্রার্থী স্বাধীনতার ও মুক্তিযোদ্ধের প্রতিক। শেখ হাসিনা সরকার বার বার নৌকা দিয়ে পাঠান মোসলেম উদ্দিন মহোদয়কে। মোসলেম উদ্দিন এমপি ক্ষমতায় থাকলে ফুলবাড়িয়ায় শান্তি বিরাজ করে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়।নৌকা প্রতিকে ভোট দিলে শেখ হাসিনা বিজয়ী হবে।
নৌকার প্রার্থী এডঃ মোসলেম উদ্দিন বলেন, এটা আমার কৃতিত্ব না এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কৃতিত্ব। বিদেশিরা স্বীকার করছে বাংলাদেশ আজকের উন্নয়নশীল দেশ। বাংলাদেশের উন্নয়ন দৃশ্য মান।ফুলবাড়িয়া ডিগ্রী কলেজ ও ফুলবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি করনের প্রক্রিয়াধীন আছে।ফুলবাড়িয়া হাসপাতালকে ৫০ শয্যা থেকে ১০০শয্যা উন্নতি করা হবে। নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাথে কাজ করার সুযোগ করে দিন।
আপনার মূল্যবান মতামত দিন: