রবিবার (৩১ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের কালুরঘাট দাখিল মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রাজ্জাক।
বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ -৬ ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা এডঃ মোঃ মোসলেম উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সিঃসহ সভাপতি এডঃআঃ রাজ্জাক,জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এমএ কুদ্দুস
ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ ইমদাদুল হক সেলিম।আওয়ামী লীগের উপদেষ্টা এডঃ ফজলুল হক দুলাল,
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেয়র গোলাম কিবরিয়া, ডাঃ তোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, যুগ্ন সাধারণ সম্পাদক মজিবুর রহমান খান,উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এডঃ কেবিএম আমিনুল ইসলাম খাইরুল,উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক ফারজানা শারমিন বিউটি,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি,কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা রুস্তম আলী,তাতীলীগের আহবায়ক চান মিয়া,ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আফিফ খান,মাসুদ মেম্বারসহঅন্যান্য নেতৃবৃন্দ।নির্বাচনী জনসভায় পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ সালাম।
এডঃ মোসলেম উদ্দিন বলেন,আপনাদের ভোটে আগামী ৭ জানুয়ারি নৌকার বিজয় হবে ইনশাআল্লাহ।বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতেই নিরাপদ।বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য দিন-রাত নিরলস কাজ করে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা।
আপনার মূল্যবান মতামত দিন: