আশ্রয়ণে অবস্থানরত পরিবারের জীবনমানের খোঁজ খবর নিলেন বিভাগীয় কমিশনার 

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ৩১ ডিসেম্বর ২০২৩, ১৯:০৮

আশ্রয়ণে অবস্থানরত পরিবারের জীবনমানের খোঁজ খবর নিলেন বিভাগীয় কমিশনার 
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়ন পরিষদে ডিজিটাল সেন্টার, নয়াবিলা আশ্রয়ণ প্রকল্প, এনায়েতপুর ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
 
রবিবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ময়মনসিংহের ফুলবাড়িয়ায় তিনি এসব পরিদর্শন করেন। এ ছাড়াও পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি।
 
পরিদর্শনকালে আশ্রয়ণে অবস্থানরত পরিবারের সাথে কথা বলেন এবং জীবনমানের খোঁজ খবর নেন।
আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় এনেছেন। সমাজের অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর এককভাবে দিচ্ছেন। জমিসহ ঘরের মালিকানা পেয়ে তারা অর্থনৈতিক উন্নয়নে অংশ নিচ্ছেন এবং ভূমিকা রাখছেন।
 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন,ইউপি চেয়ারম্যান প্রকৌশলী মিজানুর রহমান পলাশ প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো শেষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। 
এ সময় অভিবাদনে  উপজেলা নির্বাহি অফিসার কাবেরী জালাল ও থানা অফিসার ইনচার্জ(ওসি)মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভুমি) সেলিনা আক্তার, পৌর মেয়র গোলাম কিবরিয়া সহ বিভিন্ন দফতরের প্রধান উপস্থিত ছিলেন।
মত বিনিময় সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ জনসেবার মান বৃদ্ধির জন্য পরামর্শ দেওয়া হয়।

আপনার মূল্যবান মতামত দিন: