রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নে কচুয়ার বাজার দাখিল মাদ্রাসা মাঠে বিশাল নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফজলুল হক দুলাল। বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেতা এডভোকেট মোঃ মোসলেম উদ্দিন এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডঃ আঃ রাজ্জাক,ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এডঃ আলহাজ্ব মোঃ ইমদাদুল হক সেলিম। এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মেয়র গোলাম কিবরিয়া, ময়েজ উদ্দিন তরফদার,এডঃ শামসুল হুদা,এডঃ আবুল কাশেম মুসা,সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মজিবুর রহমান খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড,আমিনুল ইসলাম খায়রুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বাবলু,কেরামত আলী জিন্নাহ,উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ওয়াদুদ আকন্দ দুদু, এটিএম মহসীন শামীম,উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক ফারজানা শারমিন বিউটি,ইউপি চেয়ারম্যান জবান আলী সরকার,উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি,উপজেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম জামেল,ইউনিয়ন আঃলীগ নেতা গোলাম ফারুক মেম্বার,তাতীলীগের আহবায়ক চান মিয়া,আওয়ামীলীগ নেতা নাজমুল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।নির্বাচনী জনসভায় পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইমদাদুল হক পলাশ।
নেতৃবৃন্দ বলেন,কথা একটাই নৌকা প্রতীকে ভোট চাই।শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।এডঃ মোসলেম উদ্দিন এমপি হলে ফুলবাড়িয়ার উন্নয়ন হয়।উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করতে হবে।এই ভবানীপুর ইউনিয়ন ছিল মুক্তি যোদ্ধের ঘাটি।সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধ থাকেন, তাহলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না।বিএনপি জামায়াত দেশে আগুন সন্তাস করেছে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে স্বাস্থ্য সেবা মানুষের দূর গুঁড়ায় পৌছে দিয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: