মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ সংলগ্ন মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর ব্যবস্থাপনায় ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন।
জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।উক্ত ক্রিকেট টুর্নামেন্ট
সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম,।এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমসহ খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন,দেশে ক্রিকেটের জনপ্রিয়তা অনেক রয়েছে । যারা এখন জাতীয় দলে খেলছেন, তারা একসময় তোমাদের মত প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছে।তাদের চিন্তা-ধারা ছিলো দেশের জন্য কিছু করবে।আশা করি এই খান থেকেও জাতীয় দলের খেলোয়াড় বেরিয়ে আসবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যে কোন ধরনের সহযোগিতার প্রয়োজন হলে আমরা তা করবো।
আপনার মূল্যবান মতামত দিন: