পাবনা জেনারেল হাসপাতালে হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি ও আধুনিকায়ন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, পাবনা | ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৭

পাবনা জেনারেল হাসপাতালে হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি ও আধুনিকায়ন উদ্বোধন

আড়াইশ' শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালের হৃদরোগ বিভাগের শয্যা বৃদ্ধি ও  আধুনিকায়ন উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান ফিতা কেটে এর উদ্বোধন করেন।

এ সময় কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার শাহরিয়ার কবির, বিএমএ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আকসাদ আল মাসুর আনন, চক্ষু বিভাগের সহযোগি অধ্যাপক আমিনুর রশিদ আকন্দ, গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট সাবেরা সুলতানা বিশ্বাস আসমানী, আরএমও ডাঃ জাহিদুল ইসলাম, সানোয়ার নেওয়াজ খানসহ চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ রফিকুল হাসান জানান, হৃদরোগ বিভাগে প্রথম পর্যায় ৮ শয্যা দিয়ে এর কার্যক্রম পরিচালনা করা হতো। এখন সেটি ১২টি শয্যা বৃদ্ধি করে মোট ২০ শয্যায় আধুনিকায়ন করা হলো। এতে রোগীদের সেবার মান আরো বৃদ্ধি পারে। প্রতিবছর এই বিভাগ থেকে ১০ হাজার রোগী সেবা পেতেন। এই বছর থেকে আরো বেশি রোগী সেবা পাবেন।

উদ্বোধন শেষে রোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও উন্নতমানের খাবার বিতরণ করা হয় ।


আপনার মূল্যবান মতামত দিন: