হবিগঞ্জে আ.লীগ প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন প্রত্যাহার

হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০৯

ফাইল ছবি
হবিগঞ্জে আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন- হবিগঞ্জ-১ আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ডাঃ মুশফিক হুসেন চৌধুরী,  জাকের পার্টির  ইয়াসমিন আক্তার মুন্নি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী,
হবিগঞ্জ-২ আসনে তৃঘমূল বিএনপির মো. ছাদিকুর মিয়া তালুকদার ও হবিগঞ্জ-৪ আসনে জাকের পার্টির  সৈয়দ আবুল খায়ের।
 
জেলা রিটার্নিং অফিসার দেবী চন্দ রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
 
হবিগঞ্জ ১ আসনে আসন ভাগাভাগির কারনে আওয়ামীলীগ প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী এরআগে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার পর জেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। ওই আসনে জাতীয় পার্টির নেতা  এম এ মুনিম চৌধুরী বাবুকে ছেড়ে দেয়া হয়েছে। তিনি ২০১৪ সালে একই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ জেলার চারটি আসনে মোট ৪০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। চারজনের মনোনয়ন বাতিল হওয়ায় ৩৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। আজ মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে ৫ জন প্রত্যাহার করায় এখন ৩১ প্রার্থীকে নির্বাচনের মাঠে দেখা যাবে।
 


আপনার মূল্যবান মতামত দিন: