নওগাঁয় ৭ হাজার ৭শ' ৩৩ জন শিক্ষক পাচ্ছেন নতুন কারিকুলামে প্রশিক্ষণ 

শহিদুল ইসলাম জি এম মিঠন, সিনিয়র রিপোর্টার | ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:২৪

নওগাঁয় ৭ হাজার ৭শ' ৩৩ জন শিক্ষক পাচ্ছেন নতুন কারিকুলামে প্রশিক্ষণ 
নওগাঁয় ৭ হাজার ৭শ' ৩৩ জন শিক্ষক-শিক্ষিকা পাচ্ছেন নতুন কারিকুলামে প্রশিক্ষণ।
নতুন কারিকুলাম (ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম) এর অধীনে অষ্টম ও নবম শ্রেণী-শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ পাচ্ছেন নওগাঁর ১১টি উপজেলার ৭ হাজার ৭শ' ৩৩ জন শিক্ষক-শিক্ষিকা। 
 
প্রথম অংশে জেলার ১১টি উপজেলার মধ্যে প্রশিক্ষণ নিচ্ছেন ৭টি উপজেলার ৪ হাজার ৭শ' ৩৩ জন শিক্ষক-শিক্ষিকা আর দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ নেবেন বাকি ৪টি উপজেলার আরো ২ হাজার ৯শ' ৮৬ জন শিক্ষক-শিক্ষিকা। 
 
এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন প্রতি কক্ষে বিষয় ভিত্তিক ৩জন করে প্রশিক্ষক। এসময় নির্বাচনী প্রশিক্ষণ থাকায় প্রশিক্ষণটি ২ অংশে ভাগ করে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান। 
 
নওগাঁ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নওগাঁ জেলার আত্রাই উপজেলার আহসান উল্লাহ মেমোরিয়াল সরকারি উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে প্রশিক্ষণ নেবেন মোট ৪শ' ৫৫ জন শিক্ষক। এ উপজেলার ১১টি কক্ষে মোট প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন বিষয়;ভিত্তিক ৩৩ জন প্রশিক্ষক। এছাড়াও রাণীনগর উপজেলার রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন ৩শ' ৯৩ জন শিক্ষক। নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজ ভ্যেনুতে ১৮টি কক্ষে ৫৪ জন প্রশিক্ষক এর অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৭শ' ৯২ জন শিক্ষক-শিক্ষিকা। মান্দায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় এবং মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ ভ্যেনুতে ২১টি কক্ষে ৬৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ১ হাজার ৯২ জন শিক্ষক-শিক্ষিকা। পত্নীতলার নজিপুর বালিকা বিদ্যালয় ভ্যেনুতে ২১টি কক্ষে ৬৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৮শ' ২৬ জন শিক্ষক। ধামইরহাটের চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৫শ' ৭৭ জন শিক্ষক। বদলগাছীর বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৬শ' ১২ জন শিক্ষক-শিক্ষিকা। 
এছাড়াও দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ নেবেন নওগাঁ সদর উপজেলার নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসা ভ্যেনুতে ২১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৯শ' ৯২ জন শিক্ষক। সাপাহারের সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১৯টি কক্ষে ৫৭ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৭শ' ৬৬ জন শিক্ষক। পোরশার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৬শ' ১২ জন শিক্ষক-শিক্ষিকা। নওগাঁর নিয়ামতপুরের নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় ভ্যেনুতে ১১টি কক্ষে ৩৩ জন প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ নেবেন মোট ৬শ' ১২ জন শিক্ষক।
 
এ বিষয়ে নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রশিক্ষণের চিন্তা করে দুই অংশে প্রশিক্ষণ কার্যক্রমটি সাজানো হয়েছে। কারণ এ সময়ে শিক্ষকদের নির্বাচনী প্রশিক্ষণও রয়েছে। ধারাবাহিক ভাবে সব উপজেলায় নির্বাচনের প্রশিক্ষণ হবে। তাই যেন কোন শিক্ষকের নতুন কারিকুলামের প্রশিক্ষণ ও নির্বাচনের প্রশিক্ষণ নিতে কোন সমস্যা না হয় সেটা চিন্তা করে প্রশিক্ষণ টি দুই অংশে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: