ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় কর্মসূচি অংশ হিসেবে দিবসটি আলোর মিছিল সমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে অর্পণ করেন।ফুলবাড়িয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম। উপজেলা সাংস্কৃতিক শিল্প গোষ্টির সভাপতি জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মেয়র গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক কেরামত আলী জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আব্দুর রেজ্জাক,এটিএম মহসীন শামীম,মোফাজ্জল হোসেন জয়,রাকেশ মল্লিক,উপজেলা কৃষকলীগের আহবায়ক একেএম মাসুদ আলম লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি,সুজন রতন দে, জাহাঙ্গীর আলম,যুবলীগের সাইফুল আলম কাজল,পৌর যুব মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রাণী,শ্রমিক লীগের যুগ্ন গোলাম ফারুক,তাঁতী লীগের আহবায়ক চান মিয়া,আব্দুর রাজ্জাক আলী, মাজন মন্ডল প্রমুখ।
এডঃ ইমদাদুল হক সেলিম বলেন,গ্রহণ করা হয়েছে। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।এবার নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। নৌকাকে বিজয়ী করতে হবে।
আপনার মূল্যবান মতামত দিন: