ময়মনসিংহে কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন করেছেন  উম্মে সালমা তানজিয়া

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ প্রতিনিধি | ১৪ ডিসেম্বর ২০২৩, ১৭:১১

ময়মনসিংহে কাবাডি প্রতিযোগীতা উদ্বোধন করেছেন  উম্মে সালমা তানজিয়া
ময়মনসিংহে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
 
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে এই প্রতিযোগীতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
 
জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এহতেশামুল আলম।
অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)  ফাল্গুনী নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) রায়হানুল ইসলাম, শামীম হোসেনসহ ক্রীড়া ব্যক্তিত্ব গণ উপস্থিত ছিলেন।
 
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, কাবাডি আমাদের জাতীয় খেলা। আমাদের প্রাণের খেলা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কাবাডি। কিন্তু কাবাডি দেশব্যাপী ছড়িয়ে গেছে। এতেই প্রমাণিত হয় কাবাডির জৌলুস দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আমি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক দল, তাদের খেলোয়াড়, কর্মকর্তাদের ধন্যবাদ জানাই এবং তাদের জন্য রইল শুভকামনা। 
 

আপনার মূল্যবান মতামত দিন: