মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) সকালে জাতীয় ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ভিটামিন-এ প্ল্যাস ক্যাম্পেইন উদ্বোধন করেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন উপ মহা পুলিশ পরিদর্শক শাহ মোঃ আবিদ হোসেন বিপিএম (বার)।
এসময় উপস্থিত ছিলেন মসিক প্যানেল মেয়র ০১ মোঃআসিফ হোসেন ডন,প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান দুলাল, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ।
ক্যাম্পেইনে সিটি কর্পোরেশনের ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৪৭৬ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৯৪৫ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ-ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইনের দিন সকাল ০৮ টা থেকে বিকেল ০৪ টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩০২ টি কেন্দ্রে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আপনার মূল্যবান মতামত দিন: