ফুলবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

কোন শিশু যেন ভিটামিন 'এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে: কাবেরী জালাল

সাইফুল ইসলাম তরফদার, ময়মনসিংহ | ১২ ডিসেম্বর ২০২৩, ১৬:১৩

কোন শিশু যেন ভিটামিন 'এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পড়ে: কাবেরী জালাল
একজন শিশুকে ১টি ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মধ্যদিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। 
 
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে স্থাপিত অস্থায়ী টিকাদান কেন্দ্র হতে ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন,মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) জাহাঙ্গীর মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
উপজেলায় ৩২২ টি কেন্দ্রের মাধ্যমে ৬৪ হাজার ৭১৮জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ২১৫ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৭ হাজার ৫০৩ জন শিশুকে  লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
 
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল বলেন,কোন শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো থেকে বাদ না পারে।সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে।
বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিয়মিতভাবে বছরে ২ বার ভিটামিন ‌এ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখছে। 

আপনার মূল্যবান মতামত দিন: