আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম সিআইপি তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে কোন বিধি নিষেধ আরোপ করে নাই বিধায় আমি ময়মনসিংহ -৪ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছি। সদর উপজেলার সার্বিক উন্নয়ন সুবিধা বঞ্চিত ভোটারদের দলমত নির্বিশেষে মতামত জানতে চান তিনি।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে নগরীর শম্ভুগঞ্জ জুট মিল প্রাঙ্গনে মতবিনিময় সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা জননেতা আশরাফ হোসাইন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ শামীমা খাতুন, কাউন্সিলর এমদাদুল হক, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: