কটিয়াদি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি | ৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩৬

কটিয়াদি উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থীর বিজয়ের লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (৪ ডিসেম্বর) কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা দিনব্যাপি কটিয়াদি উপজেলার ২ নং সহশ্রাম ধুলদিয়া ইউনিয়নের পূর্ব পূরুড়া এলাকায় কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাহার আকন্দের বাড়ির আঙ্গিনায়   অনুষ্ঠিত হয়েছে।
 
কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট.এম এ আফজল।
 
কটিয়াদি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে , কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মোঃ কামাল হোসেন মিলনের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন  কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী  বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ,জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আহমেদ উল্লাহ,বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য একেএম দেলোয়ার হোসেন এফ সি এমএ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক এডভোকেট মো:আবু নাসের সঞ্জু, কটিয়াদি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লায়ন আলী আকবর।
 
কটিয়াদী উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক ভিপি সিদ্দিকুর রহমান ভুঁইয়া, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা ভিপি দুলাল বর্মন ছাড়াও উপজেলা আওয়ামী লীগ, কটিয়াদী পৌর আওয়ামী লীগ,  আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দগণ। 
 
উক্ত বর্ধিত সভায় কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক গন  বক্তব্য রাখেন। 
 
সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থীকে বিজয়ী করতে প্রত্যেকেই স্ব স্ব অবস্থানে থেকে নিজ নিজ ভূমিকা পালন করার প্রত্যয় ব্যাক্ত করেন।
 
উক্ত বর্ধিত সভায় কটিয়াদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সহস্রাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মূল্যবান মতামত দিন: