ময়মনসিংহ জেলায় ১১ টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন প্রার্থীরা। এর মাঝে আওয়ামী লীগের ১১, দুই সংসদ সদস্যসহ আঃলীগ বিদ্রোহী নির্দলীয় ২৯, জাতীয় পার্টির ১১, জাসদের ৭, তৃণমূল বিএনপির ৬, বিএনপির সাবেক দুই এমপিসহ নির্দলীয় ৯ এবং অন্যান্য দলের ৩৪ প্রার্থী মনোনয়ন জমা পত্র দিয়েছেন।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ৮ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগ থেকে জুয়েল আরেং এমপি , স্বতন্ত্র হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ খান, উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, জাপা থেকে এডঃকাজল চন্দ্র মহন্ত, তৃণমূল বিএনপির মার্শেল মালেশ চিরান, ইসলামি ঐক্যজোটের মাহবুবুর রহমান, মুসলিম লীগের মোখলেসুর রহমান।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে মোট ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ জন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, আঃলীগ বিদ্রোহী প্রার্থী হয়েছেন ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের সভাপতি মো. আফতাব উদ্দিন, জাতীয় পার্টির এনায়েত হোসেন মন্ডল, ইসলামী ঐক্যজোটের মুহাম্মদ তৈয়োব হোসাইন, জাতীয় পার্টি (জেপি) শেখ আলাউদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের কামরুল হাসান জাকের পার্টির রঞ্জিত সাহা।
স্বতন্ত্র প্রার্থী হয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, মনোয়ার হোসেন খান পাঠান, এডঃ আবু বকর ছিদ্দিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি শাহ্ শহীদ সরোয়ার।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে ১৫ মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডঃ নীলুফার আনজুম পপি, বিদ্রোহী নির্দলীয় প্রার্থী সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা নাজনীন আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হাসান অনু, জেলা আওয়ামী লীগের সদস্য ড. একেএম আব্দুর রফিক, জেলা আওয়ামী লীগের সদস্য মুর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের ডা. মো. মতিউর রহমান, আব্দুল আজিজ, জাতীয় পার্টির ডা. মোস্তাফিজুর রহমান, জাকের পার্টির নজরুল ইসলাম, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) শফিউল ইসলাম, তরীকত ফেডারেশনের ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি অধ্য ড. বিশ্বজিৎ ভাদুড়ী,নির্দলীয় প্রার্থী মোশাররফ হোসেন আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন।
ময়মনসিংহ-৪ (সদর) আসনে মোট ১২ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন ১০ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহিত উর রহমান শান্ত, নৌকা না পেয়ে বিদ্রোহী নির্দলীয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপি, জাতীয় পার্টির আবু মো. মুসা সরকার, জাসদের নজরুল ইসলাম চুন্নু, কৃষক শ্রমিক জনতা লীগের পরেশ চন্দ্র মোদক, বাংলাদেশ সুপ্রীম পার্টির সেলিম খান, ন্যাশনাল পিপলস পার্টির হামিদুল ইসলাম, জাকের পার্টির কামাল উদ্দিন, তরিকত ফেডারেশনের বিশ্বজিৎ ভাদুড়ি,নির্দলীয় হিসেবে বিএনপির সাবেক এমপি দেলোয়ার হোসেন খান দুলু প্রার্থী হয়েছেন। এছাড়া আব্দুল আজিজ নির্দলীয় হিসেবে মনোনয়ন তুললেও জমা দেননি, তৃণমূল বিএনপির আনিছুর রহমান বিকেল ৪ টার পর সময় শেষ পর যাওয়ায় মনোনয়ন গ্রহণ করা হয়নি।
ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে ১২ জন মনোনয়ন সংগ্রহ করলেও ১০ জন প্রার্থী দাখিল করেছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হাই আকন্দ, বিদ্রোহী নির্দলীয় সাবেক উপজেলা চেয়ারম্যান এডঃ বদর উদ্দিন আহমেদ, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কৃষিবিদ মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির সালাহ উদ্দিন আহমেদ মুক্তি, জাসদের সাংবাদিক শামসুল আলম খান, কৃষক শ্রমিক জনতা লীগের শাহীনুর আলম, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম রবি, জাকের পার্টির আজহারুল ইসলাম, ন্যাশনাল পিপল্স পার্টির সামান মিয়া।
ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে ১০ জন মনোনয়ন জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোসলেম উদ্দিন এমপি, আঃলীগ(বিদ্রোহী) প্রার্থী হয়েছেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ, সংসদ সদস্যের মেয়ে সেলিমা বেগম সালমা, জাতীয় পার্টির বীরমুক্তি যোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, জাপা রওশন পন্থী মনোনয়ন না পেয়ে নির্দলীয় প্রার্থী হিসেবে ডা. কে আর ইসলাম, জাসদের সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জাকের পার্টির এস এম দেলোয়ার হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুর রশিদ ও নির্দলীয় প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম খান।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ১১ জন মনোনয়ন সংগ্রহ জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী রুহুল আমিন মাদানী এমপি, আঃলীগ বিদ্রোহী নির্দলীয় প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম সিআইপি , উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান খান, পৌর মেয়র এবি এম আনিসুজ্জামান আনিস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাতীয় পার্টির আব্দুল মজিদ, জাসদের রতন কুমার সরকার, জাকের পার্টির জুয়েল রানা, তৃণমূল বিএনপির আব্দুল মালেক ফরাজি,নির্দলীয় প্রার্থী আব্দুল মনসুর ফকির, বাবুল মিয়া জমা দিয়েছেন।
ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ১০ জন মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন ৮ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুছ ছাত্তার, বিদ্রোহী নির্দলীয় হিসেবে উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, তার স্ত্রী কানিজ ফাতেমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল আলম প্রদীপ, জাতীয় পার্টি ফখরুল ইমাম এমপি, জাকের পার্টি আমীর হামজা ও নির্দলীয় হিসেবে ব্যবসায়ী খিজর হায়াত খান ও একেএম ওয়াহিদুজ্জামান। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির আবদুল্লাহ আল মামুন ও নির্দলীয় এডঃশাহ মনজুরুল হক মনোনয়ন তুললেও জমা দেননি।
ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের ৬ প্রার্থী জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম, বিদ্রোহী স্বতন্ত্র সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক, জাকের পার্টির শফিকুল ইসলাম ও তৃণমুল বিএনপির আবু জুনাঈদ বিল্লাল, জাসদের অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও কৃষক শ্রমিক জনতা লীগের এ.এস.এম উজ্জল খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে ৮ জনের মধ্যে ৬ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, বিদ্রোহী নির্দলীয় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র এডঃ কায়সার আহাম্মদ, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ড. মোহাম্মদ আবুল হোসেন দীপু, জাতীয় পার্টির নাজমুল হক, জাকের পার্টির আনোয়ার হোসেন, গণফ্রন্টের দ্বীন ইসলাম। এছাড়া জাতীয়তাবাদী আন্দোলনের হাবিবুল্লাহ বেলালী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওবায়দুল্লাহ আনোয়ার বুলবুল নৌকা না পাওয়ায় মনোনয়ন জমা দেননি।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে মোট ১৩ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এ জমা দিয়েছেন ১০ জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু এমপি,আঃলীগ বিদ্রোহী নির্দলীয় জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন, তরিকত ফেডারেশন কায়কোবাদ হোসেন, বাংলাদেশ সুপ্রীম পার্টির এবিএম জিয়াউদ্দিন বাশার, তৃণমূল বিএনপির নাছির উদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মো. সাদিক হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. মতিউর রহমান, স্বতন্ত্র মো. মাহশাহ সিদ্দিকী রুবেল. এছাড়া স্বতন্ত্র আব্দুর রহমান ফকির।
আপনার মূল্যবান মতামত দিন: