গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১২

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ১ ডিসেম্বর ২০২৩, ১৮:০৬

গাইবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ১২
গাইবান্ধা-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ফারজানা রাব্বী বুবলীর গাড়িবহরে হামলা করেছেন দুর্বৃত্তরা। তবে ফারজানা রাব্বী অভিযোগ নৌকার সমর্থকরাই এ হামলা করেছেন।
 
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মসজিদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বী বুবলী সাঘাটা উপজেলা নির্বাহী কর্তকর্তা (ইউএনও) নিকট নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেন। ফেরার পথে দুরবৃর্ত্তরা গাড়ি বহরে লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করে। এসময় তারা গাড়িবহরের ভিতরে ঢুকে লাঠি, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় গাড়িবহরে থাকা অনন্ত ১২ কর্মী সমর্থক আহত হন। এসময় অন্তত 12 টি মোটর সাইকেল ভাংচুর করেন তারা।
 
স্বতন্ত্র এমপি প্রার্থী ফারজানা রাব্বী বুবলী বলেন, নৌকা প্রার্থীর সমর্থকরা আমার গাড়ি বহরে আকস্মিক হামলা চালায়। এসময় তারা আমার সমর্থকদের পিটিয়ে আহত করেছে। আমাদের গাড়ি-মোটরসাইকেলও তারা ভাঙচুর করেন।
 
সাঘাটা থানার ওসি রাকিব হোসেন বলেন, আমি  ঘটনাটা শুনেছি এবং যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব আছি। বিষয়টি পরে বিস্তারিত জানানো হবে।

আপনার মূল্যবান মতামত দিন: