যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জননেতা মোহাম্মদ আব্দুল করিম সরকারকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া বাজারের জননী সিনেমা হলের সামনে থেকে মেইন রোড হয়ে ভালুকজান বাজারে এসে বিক্ষোভ মিছিল শেষ করেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জানা যায়, অবিলম্বে কেন্দ্রীয় যুবদলের প্রচার সম্পাদক ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সম্মানিত সদস্য আগামী দিনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী জননেতা আব্দুল করিম সরকারকে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিতে হবে।নেতৃবৃন্দ আরো বলেন,করিম সরকারসহ সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।তফসিল বাতিল করতে হবে।
এ-সময় মিছিলে নেতৃত্ব দেন জেলা যুবদলের সহ সভাপতি আনোয়ার ছাদাত আনার।
এ-সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাধারন সম্পাদক আবু সালেক,যুবদল নেতা মোঃ ইকবাল হোসেন, আব্দুস ছাত্তার,মোঃ রেজাউল করিম, মির্জা আনিছ,সুজন,মোঃ সবুজ মিয়া, মোঃ শাজাহান মেম্বার প্রমুখ।
আপনার মূল্যবান মতামত দিন: