নালিতাবাড়ী ইউনিয়নকে স্মার্ট ইউনিয়নে রূপান্তরে অবহিতকরণ সভা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৭ নভেম্বর ২০২৩, ২০:০৮

নালিতাবাড়ী ইউনিয়নকে স্মার্ট ইউনিয়নে রূপান্তরে অবহিতকরণ সভা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ‘৭নং নালিতাবাড়ী ইউনিয়ন’কে স্মার্ট ইউনিয়ন হিসেবে রূপান্তরের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
 
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, ভেটেরিনারী সার্জন ডাঃ আবু সায়েম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক, প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেল, প্রধান শিক্ষক আজিজুর রহমান, ইউপি সদস্য শাহিন সাফওয়ানসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা রহুল আমীনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান।
অবহিতকরণ এ সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ইউপি সচিব আব্দুল মোমেন জানান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঘোষণা অনুযায়ী নালিতাবাড়ী ইউনিয়নকে স্মার্ট ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
 
ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, ইউনিয়ন পরিষদে সবধরণের সেবা ইতিমধ্যেই অনলাইনভিত্তিক নিশ্চিত করার পাশাপাশি জন্ম ও মৃত্যু শতভাগ নিবন্ধন করা, প্রতিটি ছোট ছোট বাজারকে ওয়াইফাই জোনের আওতায় আনা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, ভেদীকুড়া উচ্চ বিদ্যালয়কে স্মার্ট বিদ্যালয় হিসেবে গড়ে তোলা, বাল্যবিয়ে ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার পাশাপাশি খরখরিয়াকান্দা, কেন্দুয়াপাড়া এবং ছালুয়াতলা গ্রামকে স্মার্ট ভিলেজ ও পুরো ইউনিয়নকে সবুজায়নে রূপান্তরের মতো বেশকিছু পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: