আন্দোলন সংগ্রামে মাঠে বিএনপির ডাকা সপ্তম ধাপের ৪৮ ঘণ্টা অবরোধ সফল করতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া আসনে বিএনপি'র কান্ডারি রাজপথের নেতা জননেতা আব্দুল করিম সরকার রবিবার (২৬ নভেম্বর) দুপুরে পুরানা পল্টন থেকে বায়তুল মোকাররম এলাকা পর্যন্ত মিছিল করেন নেতাকর্মীরা।
এসময় পুলিশ করিমসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক করিম সরকারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রমুখ।
জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার রাজপথ থেকে ঢাকার রাজপথে অবরোধ হরতালে মাঠে থাকার কারণে পুলিশ গ্রেফতার করেছে।ধরতে গেলে ফুলবাড়িয়া উপজেলা রাজপথ অন্ধকার হয়ে গেল। কারন করিম সরকারের লোকজন তার নির্দেশে রাজপথে ছিল।নেতাকর্মীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
আরও জানা যায় যে, ফুলবাড়িয়া উপজেলা বি এন পির আহবায়ক আকতারুল আলম ফারুক পিডিপি ফারুক তাকে রাজপথে দেখা যায়নি। তার কমিটির নেতারাও নেই।
বিএনপির নেতা শফিকুল ইসলাম বলেন, হরতাল অবরোধে পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়ে ছিল করিম সরকারের নির্দেশে।
সাবেক ছাত্রনেতা রিপন বলেন, আজ থেকে ফুলবাড়িয়ার রাজপথ ঠান্ডা হয়ে গেল। প্রিয় নেতা করিম সরকারকে ঢাকার রাজপথের আন্দোলন থেকে গ্রেফতার হয়।সেই ভয়ে আতঙ্ক বিরাজ করছে।
আপনার মূল্যবান মতামত দিন: