জয়নুল আবেদিন পার্কে মটরবাইকের অবৈধ প্রবেশে জরিমানা

ময়মনসিংহ প্রতিনিধি | ২১ নভেম্বর ২০২৩, ১৮:৫৬

জয়নুল আবেদিন পার্কে মটরবাইকের অবৈধ প্রবেশে জরিমানা
শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের অভ্যন্তরে মটরবাইক চালানোর দায়ে প্রবেশকারীদের ৭ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
 
মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম।  
 
উল্লেখ্য, জয়নুল আবেদিন পার্কে জননিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে পার্কের অভ্যন্তরে মটরবাইক চালনা বা স্কুল কলেজের ইউনিফর্ম পরে পার্কে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
 
একই অভিযানে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশনের দায়ে কাাঁচিঝুলি মোড়ের দুই হোটেলকে ২ মামলায় ২ হাজার ৫০০ টাকা জরিমানা করে এ ভ্রাম্যমাণ আদালত।
 
এ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা জাবেদ ইকবাল ও  অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 

আপনার মূল্যবান মতামত দিন: