গাইবান্ধায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী আটক

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ১৬ নভেম্বর ২০২৩, ১৯:১০

গাইবান্ধায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার প্রধান আসামী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় চাঞ্চল্যকর রমজান আলী হত্যা মামলার এজাহার নামীয় অন্যতম প্রধান আসামীকে আটক করেছে র‍্যাব-১৩,সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প।
 
র‍্যাব-১৩ গাইবান্ধার প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রমজান আলী ও আসামী শফিকুল ইসলামগং এর সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গেল ১৪ নভেম্বর সকাল ১০ টায় গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা গ্রামে সোহরাব আলীর বাড়ীর সামনে রমজান আলী (৬০) আসামী পক্ষের প্রতিবন্ধী মেয়ে শিমু আক্তারকে কটু কথা বললে ক্ষিপ্ত হয়ে শফিকুল ইসলাম ভুট্টুসহ ৮/৯ জন রমজান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি জখম করে। পরে রমজান আলীর আত্ম চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসাতে শফিকুলগংরা পালিয়ে যায়।
 
পরে  স্থানীয়রা রমজান আলীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।
ঘটনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় নিহত রমজানের স্ত্রী আনোয়ারা বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং- ১৬।
 
এরই ধারাবাহিকতায় ১৬ নভেম্বর দুপুর ১ টা ৩০ মিনিটে র‍্যাব-১৩,সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সাঘাটা থানার পদুমশহর এলাকায় অভিযান পরিচালনা করে রমজান আলী হত্যার প্রধান আসামী শফিকুল ইসলাম ওরফে ভুট্টু মিয়াকে গ্রেফতার করেছে।
 
উল্লেখ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী তার আত্ম গোপন,অবস্থানসহ এজাহার নামীয় হত্যা মামলার পলাতক আসামী বলে স্বীকার করেছেন। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মূল্যবান মতামত দিন: