নালিতাবাড়ীতে বাল‍্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৯ নভেম্বর ২০২৩, ১৭:২০

নালিতাবাড়ীতে বাল‍্য বিয়ে প্রতিরোধে সমন্বয় সভা
শেরপুরের নালিতাবাড়ীতে বাল‍্য বিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র‍্যাক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর।
 
ব্র‍্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি’র এ্যসোসিয়েট অফিসার মনোজ ভাবক এর সার্বিক সহযোগিতা ও ব‍্যবস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, ইউপি সচিব মোঃ আব্দুর রশিদ, ইউপি সদস্য মোঃ আজিজুল হক, সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য মোছাঃ শেফালী খাতুন, মোছাঃ সীমা বেগম, মোছাঃ মজিনা খাতুন,
কাজী মোঃ আব্দুল ওয়াদুদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি জেলা ব্যবস্থাপক (ডিএম) বিদ্যুৎ কুমার নন্দী, ইমাম প্রমুখ। সভায় বক্তারা বাল‍্য বিয়ে প্রতিরোধে নানা পদক্ষেপ ও করনীয় বিষয়ে বক্তব্য রাখেন।

আপনার মূল্যবান মতামত দিন: