মনের ক্ষোভে নিজের গাড়ি পোড়ালেন সেচ্ছাসেবক লীগ নেতা

আল সাদি, গাজীপুর প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৩, ২০:৪১

মনের ক্ষোভে নিজের গাড়ি পোড়ালেন সেচ্ছাসেবক লীগ নেতা

মিছিল থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ভেঙে দেয় ব্যক্তিগত গাড়ি। তাদের ছোঁড়া ইটের আঘাতে আহত হয়ে চিকিৎসা নিতে হয় হাসপাতালেও। এর মধ্যে তিনদিন পার হয়ে গেলেও কোনো নেতা খোঁজ না নেয়া ক্ষোভে নিজের ব্যক্তিগত গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন গাজীপুরের কালিয়াকৈরের মইন দেওয়ান (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। 

শুক্রবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় নিজের টয়োটা ব্র্যান্ডের গাড়ি পুড়িয়ে দেন তিনি। 
 
জানা যায়, মইন দেওয়ান গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর এলাকার ইব্রাহিম দেওয়ানের ছেলে। তিনি রাজনীতির পাশাপাশি চন্দ্রার মইন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক। নিজেকে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের বর্তমান কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বলে দাবি করেন। 
 
মইন দেওয়ান জানান, বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন সন্ধ্যায় গাজীপুরের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় অবরোধকারীরা তার ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। এতে তিনি আহত হন ও তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার তিনদিন পার হয়ে গেলেও দলের কোনো নেতা তার খোঁজখবর নেননি, এমনকি ফোনেও যোগাযোগ করেননি। এ থেকে মনের ক্ষোভে নিজের গাড়ি পুড়িয়ে দিয়েছেন।
 
তিনি আরও বলেন, এতদিন ধরে রাজনীতি করি, ছাত্রলীগ করেছি, স্বেচ্ছাসেবক লীগ করছি। ছোট্ট একজন কর্মী হিসেবে রাস্তায় নির্যাতনের শিকার হলেও কেউ খবর নেয়নি। সে কারণেই আমার গাড়ি ক্ষোভে পুড়িয়েছি।
 
এ বিষয়ে কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার বলেন, মইন দেওয়ান আমাদের কমিটির কেউ নন। কে কার গাড়ি পুড়িয়েছে এটি একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। 
 
মইন দেওয়ানের অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমাদের বিব্রত করার জন্যই সে এগুলো করছে।

আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
    পরকীয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা
  1. নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
    নির্বাচনে এমপি মন্ত্রীরা প্রভাব বিস্তার করলে ব্যবস্থা : সিইসি
  1. উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
    উপজেলা নির্বাচন : মাঠে থাকবে ৪১৮ প্লাটুন বিজিবি
  1. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
    স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ইবি ছাত্রলীগের সংহতি
  1. জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
    জাবির ডিন নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
  1. হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
    হিট স্ট্রোকে ১৫ দিনে ১৫ জনের মৃত্যু
  1. শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
    শেরপুরের বলাইরচরে প্রাথমিক স্কুল শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ
  1. শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
    শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি
  1. চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
    চট্টগ্রামে একদল তরুণদের উদ্যোগে আয়োজিত হলো “বই বিনিময় উৎসব”
  1. গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ
    গাজা পুনর্গঠনে সময় লাগবে ৮০ বছর : জাতিসংঘ