একুশে পাঠচক্রে জেলহত্যা দিবসকে জাতীয় দিবসের দাবী

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ৩ নভেম্বর ২০২৩, ২০:০৩

একুশে পাঠচক্রে জেলহত্যা দিবসকে জাতীয় দিবসের দাবী
'জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ'এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর শেরপুরের নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (৩ অষ্টোবর) বিকেলে শহীদ মিনার বেদীতে 'গল্পে গল্পে জাতীয় চার নেতা' শিরোনামে একুশে পাঠচক্রের ১৩তম আসরে নির্লোভ  জাতীয় চার নেতার দেশপ্রেম,সততা ও আত্মত্যাগের নানা বিষয় আলোচনায় উঠে আসে।
 
বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার,কমরেড জাহিদুল ইসলাম জাহিদ,দেশ টিভির শেরপুর জেলা প্রতিনিধি  সাংবাদিক রফিক মজিদ,জনতা ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল,সাবেক ছাত্র নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
 
আলোচনায় আলোচকগণ বর্তমান সরকারের কাছে জেলহত্যা দিবসকে জাতীয় দিবসের যৌক্তিক দাবী করেন।
আলোচনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহীদ মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক স্বপ্না চক্রবর্তী,কবি ও শিক্ষক শফিকুল ইসলাম,শিক্ষক কার্তিক সাহা,কৃষক উন্নয়ন ফোরামের সভাপতি মাহমুদুল আহসান লিটন, সাংবাদিক শাহাদাত তালুকদার,সাংবাদিক পুলক রায় প্রমুখ।
 
আলোচনা শেষে স্বরচিত কবিতা পাঠ করেন গাঙচিল শেরপুর জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ,সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, ব্যাংক কর্মকর্তা কবি আউয়াল হোসেন টুটুল, সেঁজুতি বিদ্যানিকেতনের শিশু শিক্ষার্থী মিথিল সাহা প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: