নালিতাবাড়ীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২ নভেম্বর ২০২৩, ১৮:০৭

নালিতাবাড়ীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত
‘মুমূর্ষু রোগির প্রাণের টানে, এগিয়ে আসি রক্তদানে ’এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস পালিত হয় এবং এ উপলক্ষে বর্ণাঢ্য এক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।
 
বৃহস্পতিবার (২ নভেম্বর) জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এবং শাহীন ডায়াগনস্টিক সেন্টারের সৌজন্যে র‍্যালিটি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের দক্ষিণ বাজার মোড়ে শেষ হয়।
 
এসময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক এবং পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার এবং সংগঠনটির সকল সদস্যবৃন্দ।
 
উল্লেখ্য যে, ২০১৮ সালের ১৪ ই জানুয়ারী কিছু স্বাপ্নবাজ তরুণের প্রচেষ্টায় প্রতিষ্ঠা পায় জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী এই সংগঠনটি। প্রতিষ্ঠা লাভের পর থেকেই নালিতাবাড়ী উপজেলাসহ বিভিন্ন স্থানের অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে এ সংগঠনের সকল সদস্য।

আপনার মূল্যবান মতামত দিন: