হরতাল অগ্নি সন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক  শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

রুবেল মিয়া, জামালপুর প্রতিনিধি | ৩১ অক্টোবর ২০২৩, ১৭:৩৫

হরতাল অগ্নি সন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক  শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়
সারাদেশে বিএনপির ৩ দিনের কর্মসূচি হরতাল, অবরোধ কালীন সময়ে পরিবহন সেক্টরে নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করলেন জামালপুর জেলা পুলিশ সুপার।
 
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল ৩.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মোঃ কামরুজ্জামান বিপিএম, এর সভাপতিত্বে হরতাল, অবরোধ কালীন সময়ে পরিবহন সেক্টরে নাশকতা ও অগ্নি সন্ত্রাস প্রতিরোধে পরিবহন মালিক, চালক ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 
মতবিনিময় সভায় সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয় এবং সকলকে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সতর্ক থাকার আহ্বান জানান। যেকোনো সহিংসতা প্রতিরোধে পুলিশের সহযোগিতা নেয়ার আহ্বান জানান।
 
এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা বাস, ট্রাক, পরিবহন সেক্টরের সকল পর্যায়ের মালিক, চালক ও শ্রমিক নেতৃবৃন্দে সহ জেলা পুলিশে ট্রাফিক বিভাগের নেতৃবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার মূল্যবান মতামত দিন: