কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে অর্ধ শতাধিক আহত, নিহত ২

আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ প্রতিনিধি  | ৩১ অক্টোবর ২০২৩, ১৫:৪৫

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে অর্ধ শতাধিক আহত, নিহত ২

বিএনপির ডাকা তিনদিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার সকালে কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অর্ধ শতাধিক আহত ও ০২ জন নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকায় অবরোধ চলাকালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হয় এবং এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুজন নিহত হন। নিহতরা হলেন ছয়সূতি ইউনিয়ন কৃষক দলের সভাপতি বিল্লাল মিয়া (৩০) ও ছাত্রদল কর্মী শেফায়েতে উল্লাহ (২০)। নিহত বিল্লাল মিয়া কুলিয়ারচর উপজেলার ছয়সূতি এলাকার কাজল মিয়ার ছেলে এবং শেফায়েত মিয়া একই এলাকার কাউছার মিয়ার ছেলে। সংঘর্ষে কুলিয়ারচর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফাসহ ৮/১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এতে বিএনপির অন্তত ২৫ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ সংবাদ মাধ্যমকে দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ছাড়াও ভৈরবে অবরোধ চলাকালে সকালে পুলিশের সঙ্গে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত এলাকায় বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষে বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা যায়।



আপনার মূল্যবান মতামত দিন: