টিনের বেড়া কেটে চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৩, ১৭:০৪

টিনের বেড়া কেটে চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার
গাইবান্ধার সাঘাটায় ৯৫ হাজার টাকা মূল্যের ৮ টি বিভিন্ন মডেলের স্মার্ট মোবাইল ফোনসহ পেশাদার চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
গ্রেফতার আসামিরা হল- বগুড়ার সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মৃত বাবুল্লার ছেলে রাসেল হোসেন ওরফে পাভেল (২৩), একই এলাকার আটকরিয়া গ্রামের মোস্তফার ছেলে আব্দুর রহমান (২২) ও গবারপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল্লাহ আল ইমান (১৯)।
 
সোমবার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান (প্রশাসন ও অর্থ)।
 
অতিরিক্ত পুলিশ সুপার জানান, (২২ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাইবান্ধা সাঘাটা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের ১টি চৌকস টিম বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
 
এসময় উপজেলার বালুয়াহাট বাজার থেকে সংঘবন্ধ চোর দলের ৩ সদস্যকে আটক করে। এসময় ৮টি বিভিন্ন মডেলের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার টাকা।
 
তিনি জানান, এর আগে গত ১৯ অক্টোবর রাতে গাইবান্ধার সাঘাটায় আফিয়া টেলিকম এন্ড ইলেকট্রিক প্যালেস নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটে।
 
উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারকোনা বাজারে অবস্থিত ওই দোকান ঘরের উপরের টিনের চালা কেটে অজ্ঞাতনামা চোরেরা দোকানের ভিতরে থাকা ১ লাখ ৫৭ হাজার ৪১৯ টাকা মূল্যের বিভিন্ন মডেলের ১২টি মোবাইল ফোন ও নগদ ৭০ হাজার টাকাসহ মোট ২ লাখ ২৭ হাজার ৪১৯ টাকা চুরি করে নিয়ে যায়। এরই ধারাবাহিকতায় সাঘাটা থানা পুলিশ বগুড়ার সোনাতলার বালুয়াহাট বাজার থেকে চোর দলের ৩ সদস্যকে আটক করে।
 
অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, গ্রেফতার আসামিরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সংঘবদ্ধ এই চোর দলে আর কে কে আছে তা খতিয়ে দেখা হচ্ছে।
 
এরমধ্যে আসামি রাসেল হোসেন ওরফে পাভেলের নামে বিভিন্ন থানায় ৪টি মামলা বিচারাধীন রয়েছে। সাঘাটা থানায় আসামীদের বিরেুদ্ধে মামলা দায়ের হয়েছে।
 
প্রেস ব্রিফিং এ অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার "বি সার্কেল" মো. আব্দুল্লাহহ আল মামুন, সাঘাটা থানার অফিসার ইনচার্জ মো. রাকিব হোসেনসহ বিভিন্ন পদমর্যাদার সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মূল্যবান মতামত দিন: