পটুয়াখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ 

রাকিবুল ইসলাম তনু, পটুয়াখালী | ২৩ অক্টোবর ২০২৩, ১৫:৫৫

পটুয়াখালীতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নৌকা বাইচ 
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীর  কলাগাছিয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। 
 
রোববার বিকেল ৫ টায়  মহা অষ্টমীতে নৌকার বাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করে হাজার হাজার উৎসুক জনতা।
 
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবে এলাকার মানুষদের আনন্দ দিতে  গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে  কলাগাছিয়া সার্বজনীন শ্রী শ্রী দূর্গাপুজা উদযাপন কমিটি। কলাগাছিয়া নদীতে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় তিনটি কোষা নৌকা অংশগ্রহণ করে। ঢাক ঢোল কাসর ঘন্টা বাজিয়ে ছন্দে ছন্দে দাড় টানেন মাল্লারা। নদীর বুক চিড়ে তীর বেগে এগিয়ে চলে সজ্জিত নৌকাগুলো। বছরের প্রতিক্ষা শেষে প্রতিযোগিতা দেখতে নদী তীরে ভীড় করা মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মত। 
প্রতিযোগিতা শেষে হয পুরস্কার বিতরন করা হয়। 
 
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু: শাহিন শাহ্,  এছাড়া আরো  উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল ইসলাম মাইনুল সিকদার, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শনিত কুমার গায়েন প্রমুখ।

আপনার মূল্যবান মতামত দিন: