পদ্মা নদীতে ২৪ জেলে আটক: নৌকা, জাল ও ইলিশ মাছ জব্দ

পাবনা প্রতিনিধি | ২১ অক্টোবর ২০২৩, ১৮:৪৫

পদ্মা নদীতে ২৪ জেলে আটক: নৌকা, জাল ও ইলিশ মাছ জব্দ
পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ মাছ ধরায় পাবনার সুজানগরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ।
 
এ সময় ৮টি নৌকা, বিপুল পরিমাণ জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়। 
 
শনিবার (২১ অক্টোবর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান নাজিরগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ সাইদুর রহমান। 
 
এর আগে শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, সুজানগর উপজেলার বিটভিলা গ্রামের সোরাব খাঁর ছেলে তোরাব আলী খাঁ (৫৫), মৃত আলেক খার ছেলে আল আমিন (২২), আবু বক্কর শেখের ছেলের আসাদ শেখ (২৮), আবুল শেখের ছেলে বাবু শেখ (৩৮), মালিফা গ্রামের আব্দুল বাতেন মোল্লার ছেলে নুরুল মোল্লা (৩০) ও হৃদয় হোসেন (১৬) , মৃত তফিজ উদ্দিনের ছেলের বাবু শেখ (৩০), রাজবাড়ীর পাংশা উপজেলার শামিলপুর গ্রামের আজিম উদ্দিন শেখের ছেলে আলিম শেখ (৩৮), একই এলাকার মৃত শাহিনুদ্দিনের ছেলে নায়েব আলী শেখ (৫৫), মৃত রহিম উদ্দিন বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৬০), বালাজ উদ্দিন প্রামাণিকের ছেলে বাবুল হোসেন (১৭), পাবনার আমিনপুর থানার ঢালারচর এলাকার মোজাহার মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (৩৫), মিরপুর এলাকার মৃত মুসলিম মন্ডলের ছেলে তমসের মন্ডল (৩৮), ঢালারচর এলাকার আজিদ সরদারের ছেলে আবেদ আলী সরদার (৩০), নেপাল মন্ডলের ছেলে কুরবান মন্ডল (৪০), রাজবাড়ী সদর উপজেলার সুকদেবপুর গ্রামের মৃত জামিল মণ্ডলের তাজুল মন্ডল (৫০), বারাইপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে ওয়াজেদ মন্ডল (২২), সুজানগরের ইসমাইল শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৩৫), রাজবাড়ীর কালুখালী থানার হরিনবাড়িয়া চর এলাকার বক্কর শেখের ছেলে আফাজ শেখ (২০), পাবনার আমিনপুরের চর কুছলাডাঙ্গি এলাকার শহিদুল্লাহ ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩), একই এলাকার জামাল মন্ডলের ছেলে মুন্নাফ মন্ডল (৩৫), রমজান ফকিরের ছেলে মনির হোসেন (২৮), আবু তালেব মন্ডলের ছেলে রুহুল মন্ডল (৩২), কালিকাপুর এলাকার মৃত জামাল শেখের ছেলে আছের উদ্দিন (৩৭)।
 
নাজিরগঞ্জ নৌ-পুলিশের ইনচার্জ সাইদুর রহমান বলেন, রাজশাহী নৌ-পুলিশ অঞ্চলের পুলিশ সুপার রুহুল কবির খানের নির্দেশে রাতভর সুজানগরের রায়পুরে ও হাসামপুরের পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অপেক্ষা করে মা ইলিশ মাছ ধরছে জেলেরা- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২৪ জেলেকে আটক করা হয়। এসময় তাদের ৮টি নৌকা, ১ লক্ষ ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও বেশকিছু ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দান করা হয়।
 
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মূল্যবান মতামত দিন: