ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, গাজীপুর থেকে আসামী গ্রেফতার

আল সাদি, গাজীপুর | ১৯ অক্টোবর ২০২৩, ১৪:১৫

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, গাজীপুর থেকে আসামী গ্রেফতার

মানিকগঞ্জের দৌলতপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এরশাদ বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় দৌলতপুরের চরকাটারী ইউনিয়নের লালপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এরশাদ বিশ্বাস ওই এলাকার ফুলচান বিশ্বাসের ছেলে

এ ঘটনায় ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) গাজীপুর থেকে নৃশংসতম হত্যার সঙ্গে জড়িত প্রধান আসামী রিপু মিয়া (৩০)-কে গাজীপুর মহানগরের গাছা থেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গাজীপুরের স্পেশালাইজড কোম্পানি।

বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোম্পানী কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন জানান, ‘দৌলতপুরের চরকাটারী ইউনিয়নের যমুনা নদীর পশ্চিম পাড় এবং পার্শ্ববর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাইকশা মাইজাইল গ্রামের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার সময় দুই পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়।

এ সময় উভয়পক্ষের অভিভাবকরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক সময়ে প্রতিপক্ষের হামলায় মাথায় আঘাত পান এরশাদ। স্থানীয়রা তাকে দৌলতপুর উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন।’

গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: