ঘোড়াঘাটের করতোয়া নদীতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধার লাশ

মফস্বল ডেস্ক | ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৩৫

ঘোড়াঘাটের করতোয়া নদীতে ভেসে উঠলো নিখোঁজ বৃদ্ধার লাশ

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ নিখোঁজের দুই দিনপর দিনাজপুরের ঘোড়াঘাট করতোয়া নদীর পানিতে আছিয়া বেগম(৬০) নামের এক বৃদ্ধার মরদেহ ভেসে উঠেছে। নিহত আছিয়া বেগম গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পশ্চিম মির্জাপুর গ্রামের।

বুধবার (১৮ অক্টোবর) সকাল ৯টায় পৌর শহরের ত্রিমহনীঘাট এলাকায় নদীতে ভেসে আসা ওই বৃদ্ধার লাশ কাঠের সেতুর সাথে আটকে পড়ালে পুলিশ এসে তা উদ্ধার করে।

জানা যায়, গত সোমবার ওই বৃদ্ধা করতোয়া নদীর শাখা মচ্ছ নদী দিয়ে সাঁতরে পার হতে যেয়ে স্রোতেন টানে ভেসে যায়। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল সেদিন উদ্ধার তৎপরতা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে বুধবার সকাল ৯টার দিকে নিখোঁজ বৃদ্ধার লাশ ভেসে পৌর শহরের ত্রীমহনি কাঠের সেতুর সাথে আটকা পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। 

নিহতের ভাতিজা সিদ্দিক রহনান জানান, ভেসে আসা মরদেহটি আমার ফুফু আছিয়ার। খবর পেয়ে আমরা এসে লাশ সনাক্ত করি। এসময় তিনি জানান,ঘটনার দিন স্থানীয় শহিদুল নামের এক ব্যক্তি আমাদের জানায়, আমার ফুফু আছিয়া বেগম শাখা নদী পার হতে যেয়ে স্রোতের টানে ভেসে গেছে। সংবাদ পেয়ে পরিবারের লোকজন সহ পলাশবাড়ী ফায়ারসার্ভিস ও রংপুর ডুবুরির সহায়তায় খোঁজাখুঁজি করতে থাকি। কিন্তু সেসময় কোন সন্ধান পাওয়া যায়নি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সুরতহাল শেষে এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: