গাজীপুরে ট্রাকের নিচে চাপা পড়ে পোষাক শ্রমিকের মৃত্যু

আল সাদি, গাজীপুর | ১১ অক্টোবর ২০২৩, ১৩:০৬

ছবিঃ সংগৃহীত

গাজীপুর শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে ট্রাকের নিচে চাপা পড়ে এক পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত আব্দুর রহমান ময়মনসিংহের ফুলপুর থানার কাকড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার বাসা ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন আব্দুর রহমান।

কারখানার ছুটি শেষে একটি মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ময়মনসিংহ যাচ্ছিল তিনি। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা করে আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করেছে স্থানীয়রা।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস জানান, নিহতের মরদেহ হাসপাতাল থেকে থানায় আনা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মূল্যবান মতামত দিন: