ফরিদপুরে ভবনে জমা পানিতে এডিসের লার্ভা, ৩ জনের কারাদণ্ড-জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুলাই ২০২৩, ১৭:৪৭

সংগৃহীত ছবি

ফরিদপুর শহরের বিভিন্ন নির্মানাধীন ভবনে জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় গেছে। এ অভিযোগে ভবন সংশ্লিষ্ট দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান শহরের ঝিলটুলি ও নিলটুলি এলাকার নির্মানাধীন ভবনে এ অভিযান পরিচালনা করেন।

এ সময় নির্মানাধীন ভবনের বিভিন্ন স্থানে পানি জমে ও ময়লা আবর্জনাযুক্ত পানিতে এডিস মশার লার্ভার উপস্থিতি থাকার প্রমাণ মেলে। এ অভিযোগে ভবন মালিক হেলাল চৌধুরীকে ৫ দিন ও কেয়ারটেকার রুবেল হোসেনকে ৪ দিনের কারাদণ্ড এবং কেয়ারকেটার মোতাহার হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয় আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. খায়রুজ্জামান জানান, সাজাপ্রাপ্তদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। ক্ষতিকর এই মশার বিস্তার ঠেকাতে ও পরিচ্ছন্ন রাখতে এ রকম নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন: