এক ইলিশের দাম ৬ হাজার

সময় ট্রিবিউন ডেস্ক: | ২২ জুলাই ২০২৩, ০১:১৪

সংগৃহীত ছবি

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ। মাছটি নিলামের মাধ্যমে ৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) বিকেলে সদর উপজেলার তুলাতুলি মৎস্য ঘাটে মাছটি কিনে নেন ব্যবসায়ী মো. জসিম উদ্দিন।

জসিম উদ্দিন বলেন, নিলামের মাধ্যমে ইলিশটি ৬ হাজার ২০০ টাকায় কিনেছি। সন্ধ্যায় প্যাকেটিং করে বিক্রির জন্য খুলনা পাঠাবো। সেখানে সাড়ে ৭ হাজার টাকায় মাছটি বিক্রি করতে পারবো।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, সরকারি নিষেধাজ্ঞা ভালোভাবে পালিত হওয়ায় জেলেরা এখন সুফল পাচ্ছেন। তবে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে আরও বেশি বড় ইলিশ ধরা পড়বে।


আপনার মূল্যবান মতামত দিন: