এক ইলিশের দাম সাত হাজার

সময় ট্রিবিউন ডেস্ক: | ৮ জুলাই ২০২৩, ০৪:৫৫

সংগৃহীত ছবি

ভোলার তেঁতুলিয়া নদীতে জেলেদের জালে ধরা পড়েছে দুই কেজি ১৫ গ্রাম ওজনের একটি ইলিশ। আর সেই মাছটি বিক্রি হয়েছে সাত হাজার ১০০ টাকায়।

শুক্রবার (৭ জুলাই) দুপুরের দিকে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্য ঘাটের আড়তদার তসলিম মাছটি কিনে নেন।

আড়তদার তসলিম বলেন, সকালের দিকে বদরপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের জেলে রাজ্জাক মাঝির নেতৃত্বে কয়েকজন মাঝি ট্রলার নিয়ে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করছিলেন। এসময় তাদের জালে বিভিন্ন সাইজের ইলিশের সঙ্গে ওই ইলিশটি উঠে আসে। দুপুরের দিকে ঘাটে নিয়ে এলে ইলিশটি নিলামে তোলা হয়। সর্বোচ্চ সাত হাজার ১০০ টাকায় আমি মাছটি কিনে নেই।

তিনি আরও বলেন, ইলিশটি বিক্রির জন্য অন্যান্য ইলিশের সঙ্গে ঝুড়িতে করে বিকেলের দিকে লঞ্চে করে ঢাকায় পাঠাই। ঢাকার বাজারে এটি সাড়ে ৭-৮ হাজার টাকা বিক্রি করতে পারবো বলে আশা করছি।


আপনার মূল্যবান মতামত দিন: