ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ১

সময় ট্রিবিউন ডেস্ক: | ৭ জুলাই ২০২৩, ০৩:১১

সংগৃহীত ছবি

গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় মো. আল আমিন (৩৫) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মাইক্রোবাসের আরও ৫ যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) দিনগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলওয়ে সড়কের আড়িখোলা রেলস্টেশনের আদুরে কাপাসিয়া সড়ক সংলগ্ন তুমলিয়া নামকস্থানে এসব দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে নরসিংদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ইমদাদুল জিহাদি।

নিহত আলামিন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

ফাঁড়ি ইনচার্জ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা নিশিতা ট্রেন কালীগঞ্জ উপজেলা আড়িখোলা রোড সংলগ্ন স্টেশনের অদূরে কাপাসিয়া রোড রেলগেইট অতিক্রম করার সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক আলামিন নিহত হন। এই ঘটনায় মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল পাঠানো হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: