ভুয়া কবিরাজকে জরিমানা

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ জুলাই ২০২৩, ০১:১০

সংগৃহীত ছবি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় ওলিউল্লাহ মোল্যা (৫৫) নামের এক ভুয়া কবিরাজকে ৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়ায়র চর-গাজীপুরে ভুয়া কবিরাজকে জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এসময় ভুয়া কবিরাজকে মুচলেকা নিয়ে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

নির্বাহী কর্মকর্তা জানান, দীর্ঘদিন আমার কাছে স্থানীয় জনগণ মৌখিক অভিযোগ দিয়ে আসছিল। তিনি মানুষকে অনেকদিন হয় ভুয়া চিকিৎসা দিয়ে ঠকিয়ে আসছেন। পরে ঐ ভুয়া কবিরাজের বাড়িতে গিয়ে কিছু প্রমাণ পেয়ে ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করেছি। একই সঙ্গে কখনো এইরকম ভুয়া চিকিৎসা না দেওয়ার শর্তে মুচলেকা নেওয়া হয়েছে। আগামীতে উপজেলার এইরকম ভুয়া কবিরাজের তথ্য পেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন: