ছয়দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

সময় ট্রিবিউন ডেস্ক: | ২৬ জুন ২০২৩, ১৯:৩৭

সংগৃহীত ছবি

ঈদুল আজহায় উপলক্ষ্যে টানা ছয়দিন বন্ধ থাকবে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিসহ সব ধরনের কার্যক্রম।

সোমবার (২৬ জুন) হিলি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ২৭ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ছয়দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি বন্ধ থাকবে। ৩ জুলাই থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চেকপোস্টে সরকারি কোনো ছুটি নেই। যার কারণে ঈদের দিনও ইমিগ্রেশন খোলা থাকবে। সেদিনও বৈধ পাসপোর্টধারী যাত্রীরা দুই দেশে চলাচল করতে পারবেন।


আপনার মূল্যবান মতামত দিন: